গলায় বোতলের মালা ঝুলিয়ে প্রার্থীর অভিনব প্রচারণা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২১, ১:৪৫:২৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্টিত হবে আগামী ৩০ জানুয়ারী।
পৌরসভা নির্বাচন সামনে রেখে অভিনব কায়দায় এক প্রার্থী প্রচারে বেরিয়েছেন। বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফেরদৌস আলমের প্রতীক বোতল। তিনি ও তার সমর্থকরা সত্যিকারের বোতলের তৈরি মালা গলায় ঝুলিয়ে এলাকায় প্রচারণায় নেমেছেন। কারো কারো জামায় বোতলের ছবিও ছিল। অভিনব এই প্রচারণায় এলাকায় ভোটারদের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ২৭ ও সংরক্ষিত নারী আসনে ১৪ জন লড়ছেন।