৮ বিদেশি এয়ারলাইন্স ঢাকায় ফ্লাইট পরিচালনা করতে ইচ্ছুক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২১, ২:০৯:৪০ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: পাকিস্তান, ব্রিটিশ এয়ারওয়েজ সহ ৮ বিদেশি এয়ারলাইন্স ঢাকায় ফ্লাইট পরিচালনা করতে ইচ্ছুক।
গারুদা ইন্দোনেশিয়া, কোরিয়ান এয়ার, ইরান এয়ার, ইরাকি এয়ারওয়েজ ও ভারতের দুটি উড়োজাহাজ চলাচল সংস্থা ঢাকায় ফ্লাইট পরিচালনা করার আগ্রহ প্রকাশ করেছে। অনুকূল নীতি ও লাভের সম্ভাবনা থাকায় এ ছয়টি সংস্থা তাদের আগ্রহের বিষয়টি জানিয়েছে।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছয়টি এয়ারলাইন্সের মধ্যে গারুদা ইন্দোনেশিয়া, কোরিয়ান এয়ার, ইরান এয়ার, ইরাকি এয়ারওয়েজ ইতোমধ্যে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। আর, ভারতের দুটি এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে।
এ ছাড়া, প্রায় ছয় বছর স্থগিত থাকার পর, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সও বাংলাদেশের সঙ্গে ফ্লাইট পরিচালনা করতে আগ্রহী বলে জানান তিনি। এর আগে, বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলোর একটি ব্রিটিশ এয়ারওয়েজ ১১ বছর বিরতির পর আনুষ্ঠানিকভাবে ঢাকায় ফ্লাইট পরিচালনার আগ্রহের কথা জানিয়েছে।
গারুদা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় উড়োজাহাজ চলাচল সংস্থা এবং কোরিয়ান এয়ার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় ও বৃহত্তম উড়োজাহাজ পরিচালনা সংস্থা। ইরান এয়ার ইরানের এবং ইরাকি এয়ারওয়েজ ইরাকের রাষ্ট্রীয় সংস্থা। (দ্য ডেইলি স্টার)