যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ করোনায় আক্রান্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২১, ১০:১১:৫০ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে।
যুবলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জয়দেব নন্দী আজ বুধবার অনুপম নিউজ টুয়েন্টিফোরকে টেলিফোনে তথ্যটি নিশ্চিত করে বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের করোনাভাইরাসের কিছু উপসর্গ দেখা দিলে গতকাল মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। রাতে রিপোর্টে দেখা যায়, তিনি করোনা পজিটিভ হয়েছেন।
তবে নিশ্চিত হওয়ার জন্য আজ আবারো করোনা টেস্ট পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জয়দেব নন্দী।
বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা ভালো।