সৈয়দ নাহাস পাশা ও এনাম উল হক চৌধুরীর রোগ মুক্তি কামনায় জালালাবাদ ইউকে’র দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২১, ৭:১৩:৩৪ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: ব্রিটেনের বিশিষ্ট সাংবাদিক, সাপ্তাহিক জনমত সম্পাদক এবং জালালাবাদ এসোসিয়েশন ইউকের উপদেষ্টা সৈয়দ নাহাস পাশা এবং জালালাবাদ এসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ এনাম উল হক চৌধুরী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফারহান মাসুদ খান এবং ব্রিটেনসহ সমগ্র বিশ্ববাসী করোনা আক্রান্ত সবার রোগ মুক্তি কামনায় জালালাবাদ এসোসিয়েশন ইউকের উদ্যোগে মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভার্চুয়াল দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও অন্যতম সহ সভাপতি সাংবাদিক মাহবুব রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লুর সঞ্চালনায় জিল্লুর সঞ্চালনায় দোয়া মাহফিলে অংশনেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কমিউনিটির নানা পেশার বিশিষ্টজন সহ জালালাবাদের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশিষ্ট আলেমে দ্বীন, সমাজকর্মী মাওলানা আব্দুল কুদ্দুছ। দোয়া পরিচালনা করেন টিভি ওয়ান এর পরিচালক, বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ আব্দুর রাহমান মাদানী।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি ড: এম কে আব্দুল মুবিন, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা, বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন, সহ সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যমলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন, কাউন্সিলর আব্দাল উল্লাহ, জালালাবাদ ইউকে’র উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান এমবিই, নিউহাম ব্যুরোর ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি এম এ মুনিম, উপদেষ্টা এবং ক্রয়ডন কাউন্সিলের কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, ডাঃ আলাউদ্দিন আহমেদ, কাউন্সিলর পারভেজ আহমেদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিলর সাবেক সভাপতি মনসব আলী জেপী, বিসিএ’র সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবিই, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট শাহানুর খান, জালালাবাদ ইউকের সহ সভাপতি মোজাহিদ চৌধুরী, আবুল কালাম আজাদ ছোটন, লন্ডন টাইগার এর প্রধান মিসবাহ আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন আমেরিকার সভাপতি মইনুল চৌধুরী হেলাল, জালালাবাদ এসোসিয়েশন সৌদি আরবের সভাপতি আলহাজ্ব কাপ্তান হোসেন, জালালাবাদ এসোসিয়েশন কাতারের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, ইতালি জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি অলি উদ্দিন শামীম, ফ্রান্স জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন, বিসিএ’র সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মাখন, বিসিএ’র প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, কমিউনিটি এক্টিভিস্ট বিশিষ্ট রাজনীতিবিদ কয়েস চৌধুরী, ফ্রেন্ডস অফ বাংলাদেশ কনজারভেটিভ চেয়ারম্যান মাহফুজ আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরী, সাপ্তাহিক সুরমা’র সম্পাদক শামসুল আলম লিটন, বার্কিং এন্ড ডেগেনহাম এর কাউন্সিলর ফয়জুর রহমান, মিডলসেক্স এর কাউন্সিলর তাফাজ্জাল হোসেন, বাংলাদেশ সেন্টারের প্রধান নির্বাহী মুস্তাফিজুর রহমান, কবি মুজিবুল হক মনি, মাওলানা রফিকুল, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার সাবেক কাউন্সিলর খালিছ উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সহ সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ সুমন, অফিস সেক্রেটারি শামীম আহমদ, জালালাবাদ ইউকের কার্য নির্বাহী সদস্য জাহাঙ্গীর খান, আব্দুল অদুদ দিপক, মারুফ আহমেদ, মো: দিলোয়ার হোসেন, শেখ ফারুক আহমেদ, আবজল হোসেন, দিদার রুবেল, শামসুল আলম লিটন, আক্তার আলী, দিলাল আহমেদ, কমিউনিটি একটিভিস্ট জুয়েল জামান, এম ইসলাম মোজাহিদ, মিসবাহ রহমান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা সহ জালালাবাদ এসোসিয়েশনে ও কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও জালালাবাদ এসোসিয়েশন ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা, বাহারাইন, ইতালি, গ্রীস, দুবাই, কাতার, মালয়েশিয়া থেকে জালালাবাদের প্রতিনিধিবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানে করোনা আক্রান্ত ব্যক্তিদের আশু রোগ মুক্তি কামনা এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার রুহের মাগফিরাত এবং একটি শান্তি ও মানবিক কল্যাণময় বিশ্বের জন্য দোয়া করা হয় । এছাড়াও বাংলাদেশ সহ বিশ্বের সকল জায়গার করোনা আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের হেফাজতের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়।