মৃত্যু মিছিল: শিহাবুজ্জামান কামাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২১, ২:০২:২৮ অপরাহ্ন
মৃত্যু মিছিল
শিহাবুজ্জামান কামাল
প্রতিদিনই মৃত্যু মিছিল
দেখে লাগে ভয়
চলে যাচ্ছে কতজনা
ভাবতে কষ্ট হয়।
অজানা এক আতঙ্কে যে
আমরা পেরেশান
কিভাবে এই মানব জাতি
পাবে পরিত্রাণ।
জীবনের সব অর্থ সম্পদ
সব হলো বিফল
করোনা ভয় সবার মনে
হারায় মনোবল।
থমকে গেলো গোটা বিশ্ব
বন্ধ কোলাহল
কারো কিছু করার নাই আজ
ফেলছে চোখের জল।
মৃত্যু পথের যাত্রী সবাই
কার কী কখন হয়
ভরসা তাই এই বিপদে
তুমি দয়াময়।
লেখক পরিচিতি: