জুসেফ খানের ছড়া: প্রার্থনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২১, ২:০৩:১৩ অপরাহ্ন
📿 প্রার্থনা 🤲🏻
অসহায় মানুষেরা ,আছে শুধু চেয়ে !
ছোঁয়াচে করোনা আসলো যে ধেয়ে !
সচেতন হওয়া সবে,থাকা সতর্কতায় ,
এছাড়া এখন আর নেই কোন উপায়!
কোটি জনতা আজ গৃহবন্দী !
ভাইরাস ছোঁয়ায় মৃত্যু সন্ধি !
বাঁচার প্রয়াসে মুছে নিয়ে গ্লানি !
মাস্ক ঢাকা মুখে, নিয়ম নীতি মানি!
আইসোলেশনে থাকা,লকডাউনে
ধু ধু মরুভূমি যেন,সকল টাউনে !
কোলাহল থামা স্তব্ধ জীবন !
চাপা কান্নায় আজ,শঙ্কিত মন ।
মৃত্যু মিছিলে শুধু দীর্ঘশ্বাস
সাদা কাফনে, ব্যাগে জমা লাশ।
দূর থেকে কত আঁখি জল ফেলা।
উৎকন্ঠায় কাটে,কেটে যায় বেলা।
কাছের মনুষ, যত মানুষ দূরের,
সবার আশা,এক নতুন ভোরের !
প্রার্থনা করি সবে, রোজ খোদার কাছে ।
হারাক না প্রাণ কেউ,আর ভাইরাসে ।
লেখক পরিচিতি:
জুসেফ খান: ছড়াকার, লেখক