বিলেতের বিশিষ্ট ব্যবসায়ী কাজী আব্দুল খালেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২১, ৫:৫৫:৫৫ অপরাহ্ন
লন্ডন প্রতিনিধি: বিলেতের স্বনামধন্য ঐতিহ্যবাহী এরোমা আইসক্রীমের স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ট্রাস্ট্রি কাজী আব্দুল খালেদ আজ ১৬ জানুয়ারী শনিবার করোনায় আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে ১২.৪৬ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৬৪ বছর। মরহুম কাজী আব্দুল খালেদের দেশের বাড়ি জগন্নাথপুর উপজেলার তিলক কাজির গাঁও এর কাজী বাড়ি।
মরহুম কাজী আব্দুল খালেদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।
বিবৃতি দিয়েছেন- যুক্তরাজ্যে আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, যুক্তরাজ্যে আওয়ামীলীগের সাধারন সম্পাদক নইম উদ্দিন রিয়াজ, চ্যানেল এস টিভির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, জালালাবাদ এসোসিয়েশন ইউকে সভাপতি ও বাংলাদেশ সেন্টারের সহ সভাপতি মুহিবুর রহমান মুহিব, বিসিএ’র সভাপতি এম এ মুনিম ও সেক্রেটারি জেনারেল মিটু চৌধুরী, জিএসসি কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান ও সেক্রেটারি খসরু খান ও ট্রেজারার সালেহ আহমেদ, ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনর কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট শাহানুর খান, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর চিফ এডভাইজার শাহাগীর বক্ত ফারুক, এসএসবিএ’র চেয়ারম্যান, সিলেট সদর এসোসিয়েশনের সভাপতি ও অনুপম নিউজ টোয়েন্টিফোরের উপদেষ্টা আজিজ চৌধুরী, অনুপম নিউজ টোয়েন্টিফোরের উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আহমেদ চৌধুরী, লন্ডন ওয়েস্টমিনিস্টার বাংলাদেশী ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্টাতা সভাপতি শাইস্তা মিয়া, জিএসসি সাউথ ইস্ট রিজিনের চেয়ারপার্সন মুহাম্মদ ইছবাহ উদ্দিন, ব্রিকলেন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদ মিয়া, সেক্রেটারি হেলাল উদ্দিন আলী, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি এলকাছুর রহমান, জেনারেল সেক্রেটারি হাসান আহমেদ চুন্নু, হিউমেন রাইটস কমিশন ইউকের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক তারাউল ইসলাম, যুক্তরাজ্যে আওয়ামীলীগের দপ্তর শাহ্ শামীম আহমদ, হিউম্যান রাইটস লন্ডন শাখার সভাপতি জাহাঙ্গীর খান, ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়েল ফাউন্ডেশন ইউকের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বার্মিংহাম আওয়ামীলীগের সেক্রেটারি মাহবুব আলম চৌধুরী মাখন, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান, বিবিসিএ এর প্রেসিডেন্ট সেলিম চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আব্দুল কদ্দুছ, সেক্রেটারি জেনারেল তফাজ্জুল মিয়া, নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের সভাপতি সেলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, এসেক্স আওয়ামীলীগের সভাপতি কয়েস চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ নাজিমুদ্দিন, বাংলাদেশ এসোসিয়েশন ব্রিস্টল বাথ এন্ড ওয়েস্টের প্রেসিডেন্ট ফখরুল আলী, উদীচী শিল্পগোষ্ঠী ইউকের সহ সভাপতি শেখ নুরুল ইসলাম ও ট্রেজারার হেলেন ইসলাম, আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা মো: আব্দুল কুদ্দুছ, হিউম্যান এইড ইউকের ফাউন্ডার চেয়ারম্যান মুহিদুর রহমান মুহিদ, মিল্টন কিজ আওয়ামীলীগের সহ সভাপতি কাজী জহিরুল ইসলাম।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুম কাজী আব্দুল খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছে, কাজী খালেদ ছিলেন একজন অত্যান্ত অমায়িক ও ভালো মানুষ, তিনি বিলেতের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে দীর্গদিন কমিউনিটির স্বার্থে কাজ করেছেন।