কাজী আব্দুল খালেদের মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন ইউকের শোক প্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২১, ৯:২৩:২৩ অপরাহ্ন
লন্ডন প্রতিনিধি: বিলেতের স্বনামধন্য, ঐতিহ্যবাহী এরোমা আইসক্রিম এর স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের অন্যতম শুভাকাঙ্ক্ষী কাজী আব্দুল খালেদ আজ ১৬ জানুয়ারী শনিবার ১২.৪৬ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।’ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’।
কাজী আব্দুল খালেদ এর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লু ও কোষাধ্যক্ষ এনাম উল হক চৌধুরী সহ জালালাবাদ এসোসিয়েশন ইউকের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুম কাজী আব্দুল খালেদের দেশের বাড়ি জগন্নাতপুর উপজেলার তিলক কাজির গাঁও এর কাজী বাড়ি। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৬৪ বছর ।
মরহুম খালেদ করোনায় আক্রান্ত হয়ে লন্ডনের কিং জর্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।