খারপাড়ায় সেভ সিলেটের শীতবস্ত্র বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২১, ৮:৫৮:০১ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: সিলেট বিভাগের সর্ববৃহৎ সামাজিক প্লাটফর্ম Save Sylhet এর উদ্দ্যাগে ১৬ জানুয়ারী সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের খারপাড়া এলাকায় শিশুদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
শিশুদের জন্য শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সেভ সিলেটের এডভাইজারি বোর্ডের সদস্য আসাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খারপাড়া মিতালী সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা লাল মিয়া, অনুপম নিউজ টুয়েন্টিফোরের প্রধান সম্পাদক রোটারিয়ান বীর মুক্তিযোদ্ধা মো: মনির উদ্দিন চৌধুরী, জুমন আহমদ, একেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হোটেল জাহানের স্বত্বাধিকারী রেজা মাহবুব করিম চৌধুরী, সেভ সিলেটের প্রতিষ্ঠাতা আয়ান হক, সেভ সিলেটের চেয়ারম্যান প্রফেসর ড. মনিরুল ইসলাম, সিলেট সিটি ভলান্টিয়ার ডাইরেক্টর জাবেদ হোসেন নিরব, আনাস চৌধুরী, জেলা এসিস্ট্যান্ট ভলান্টিয়ার সুপাইভাইজার রুহুল আমিন জগলু,সিলেট সিটি এসিস্টেন্ট ভলান্টিয়ার সুপারভাইজার হায়দার সিদ্দিক, ফাহিম তালুকদার।
Save Sylhet ১৯ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর আমিনুল হক রানা সহ ভলান্টিয়ারদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সাল খান শিপলু, তরিকুল ইসলাম মুবিন, মাজেদুল হক, মাহবুবুর রহমান, মুক্তার আহমদ, উবায়দুল হক মিকাত, রুবেল আহমদ, আনোয়ার আহমদ, আরিফ আহমদ রিপন, মাসুম আহমদ ও ১৯ নং ওয়ার্ড এর ভলান্টিয়াররা।
প্রধান অতিথির বক্তব্যে আসাদ উদ্দিন আহমেদ বলেন ‘সেভ সিলেট’ পরিবার দেখিয়ে দিচ্ছে কিভাবে সমাজের সবাইকে একই সাথে নিয়ে সমাজকে বদলে দিতে হয়। সিলেট বিভাগের প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে সেভ সিলেট পরিবার কাজ করে যাচ্ছেন। প্রতিদিনই কোনো না কোনো এলাকায় প্রোগ্রাম হচ্ছে। এই তরুণরা দেখিয়ে দিচ্ছে, ইচ্ছে থাকলে কিভাবে সমাজকে বদলে দেয়া যায়। আল্লাহ সবাইকে একসাথে কাজ করার তউফিক দান করুন। এবং তাদের কার্যক্রমকে মহান আল্লাহতায়ালা কবুল করুন।