যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আবুল লেইচ মিয়ার মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২১, ১২:৪৬:২০ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: প্রবাসে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও লন্ডন মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিস্ট কমিউনিটি নেতা আবুল লেইচ মিয়া মহামারী করুনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকালে করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মরহুম আবুল লেইছ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্যে আওয়ামীলীগের সভাপতি জননেতা সুলতান মাহমুদ শরীফ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নইম উদ্দিন রিয়াজ ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন মহান মুক্তিযুদ্ধের একজন তরুন সংগঠক হিসেবে প্রবাসে তিনি অসামান্য অবদান রেখেছেন এবং ৭৫ পরবর্তী জাতীয় দুঃসময়ে প্রবাসে আওয়ামীলীগের একজন দক্ষ সংগঠক হিসেবে কাজ করে গেছেন । মরহুম আবুল লেইছ মিয়া একজন স্পস্টবাদি এবং ভালো মানুষ হিসেবে কমিউনিটিতে পরিচিত ছিলেন।
উল্লেখ্য মরহুম লেইছ মিয়ার ভাই আকদ্দছ আলী মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যু বরণ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুম লেইছ মিয়ার ভাই আকদ্দছ আলীর রুহের মাগফেরাত কামনা করেছেন।