বাইডেন প্রসাশনের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশী বংশোদ্ভূত জাইন সিদ্দিকী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২১, ৯:০৫:২০ অপরাহ্ন
নিউইয়র্ক প্রতিনিধি:
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ অফিসের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশী বংশদ্ভূত জাইন সিদ্দিকীর নাম ঘোষণা করেন।
প্রেসিডেন্ট জো বাইডেনের অফিসিয়াল ট্রানজিশন ওয়েবসাইট বিল্ডব্যাকবেটার.গভ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৩ জানুয়ারি বুধবার বাইডেনের ট্রানজিশান টিম হোয়াইট হাউসের বিভিন্ন পদে নতুন অনেকের নাম ঘোষণা করে যাদের মধ্যে জাইনের নামও রয়েছে। জাইন সিদ্দিকী হচ্ছেন, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফের ‘সিনিয়র এডভাইজার’। বাংলাদেশি বংশদ্ভূত হলেও তিনি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। প্রিন্সটেন ইউনিভার্সিটি এবং ইয়েল ল স্কুলের গ্রাজুয়েট ।
জাইন বর্তমানে বাইডেন-হ্যারিস ট্রানজিশনের ডমিস্টিক এন্ড ইকোনমিক টিমের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, তিনি বেটো ও’রউর্কসের প্রচার প্রচারণার ডেপুটি পলিসি ডিরেক্টর এবং সিনেটের প্রবীণ নীতি উপদেষ্টা ছিলেন।
জাইন সিদ্দিকী মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি এলেনা কাগান, ডিসি সার্কিট কোর্টের আপিলের বিচারক ডেভিড ট্যাটল এবং ক্যালিফোর্নিয়ার কেন্দ্রীয় জেলা জজ ডিন প্রেগারসনের জেলা আদালতের দায়িত্বও পালন করেছেন। পেশায় আইনজীবী জাইন সহ-রাষ্ট্রপতি কমলা হ্যারিসের বিতর্ক দলের সদস্যও ছিলেন।
আগামী ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন