জাহাঙ্গীর খানে কবিতা: রাক্ষসী নাইনটিন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২১, ৫:১৮:৪৪ অপরাহ্ন
রাক্ষসী নাইনটিন
চীনের হুবেই প্রদেশের
হান নদী ও ইয়াংসিকিয়াং নদী প্রান্তে
উহান শহরে জন্মে এক রাক্ষসী
ছড়িয়ে পড়েছে সারা বিশ্বজুড়ে।
সে অদ্যকার খবরের হেডলাইনের
কোভিড 19 করোনাভাইরাস।
রিপোর্টার ,সাইন্টিস্ট, পলিটিশিয়ান ও ডাক্তার
সারাক্ষণ তাকে নিয়ে ব্যাকুল সবাই।
তারই প্রাদুর্ভাব মোকাবিলায়
সমগ্র ভূখণ্ড আজ জর্জরিত।
সে হচ্ছে বর্তমানে পলিটিক্সের মেইন সাবজেক্ট
কেউ গবেষণায় আর কেউ করছে রাজনীতিতে
কেউ ফুড ব্যাংক আর কেউ করছে ভিন্ন চ্যারিটি।
মানুষ সকল আজ সর্বহারা
পৃথিবীটা এক বন্দিশালা।
কোয়ারেন্টিন, আইসোলেশন,
সোশ্যাল ডিসট্যান্সিং, লকডাউন:
কোনটাই বা আসলে কী?
হাসপাতালে নেই কোন জায়গা
রোগী ভরা করিডর আর স্টোররুমে।
চিকিৎসকের আজকার নেই কোন রেস্ট
তারা ও আছে আতঙ্কের মাঝে।
কত চিকিৎসক দিয়েছে প্রাণ
সেবা দিতে গিয়ে এই মহামারিতে।
করোনাভাইরাস আক্রান্তের প্রাথমিক লক্ষণ
শ্বাসকষ্ট ,জ্বর ,সর্দি ও কাশির মত সমস্যা।
পাবলিক অতি আগ্রহী টেস্ট করলেই
পজিটিভ না নেগেটিভ রেজাল্টের অপেক্ষায় ।
ছোঁয়া রোগ নাম তার স্প্রেড হয় খুবই দ্রুতগামী
এতে একে অন্যের সাথে করেনা কেউ দেখা সাক্ষাত ।
খুঁজে পাচ্ছে না তার সমাপন
প্রাণের ভয়ে শঙ্কিত হয়ে
নিজ গৃহের বন্দি সবাই।
ডরে লোকজন যাচ্ছে না হাসপাতালে
না জানি মৃতদেহে বাইর হয়ে আসে।
প্রতিদিন কত মৃত্যুর খবর আসে
ফেইসবুকের পাতা ভরে
কত সজন হারিয়ে গেছে এই মহামারিতে।
লাশ আর লাশ চতুর্দিকে -জায়গা নেই মর্গে
পার্কের মধ্যে মর্গ বানিয়ে -লাশ রেখেছে মেঝেতে।
কবরস্থান পারছেনা সামাল দিতে
সমাধি করছে কত শব গণহারে।
কোভিড 19 এক বিচক্ষণ সঙ্গিন রাক্ষসী
গ্রাস করতেছে সারা বিশ্বের মানব জাতি।
লেখক: জাহাঙ্গীর খান, সমাজকর্মী