পীর হবিবুর রহমান ফাউন্ডেশন ইউকে’র দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২১, ৯:১৬:৩০ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: পীর হবিবুর রহমান ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে করোনায় আক্রান্ত ফাউন্ডেশনের ট্রেজারার শামীম আহমদ এবং বৃটেন সহ বিশ্বের বিভিন্ন জায়গায় করোনা আক্রান্তদের দ্রুত সুস্থতা এবং মৃতদের মাগফিরাত কামনা করে ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৪ জানুয়ারি পীর হবিবুর রহমান ফাউন্ডেশন ইউকের প্রেসিডেন্ট আজিজ চৌধুরীর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মুহিব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পেশার কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে অংশ নেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুর রহমান মুহিব, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের নির্বাহী সদস্য শাহানুর খান, জালালাবাদ এসোসিয়েশন সৌদি আরবের সভাপতি আলহাজ্ব কাপ্তান হোসেন, জালালাবাদ ইউকের উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মাসুদ চৌধুরী, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা মোহাম্মদ নাসির উদ্দিন, বিশিষ্ট কমিউনিটি নেতা কবি জাহাঙ্গীর খান, রাজনীতিবিদ সমাজকর্মি হোসনে আরা মতিন,জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক ও সিলেট জেলা ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কাজী জাহিরুল ইসলাম মহিদ ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন পীর হবিবুর রহমান ফাউন্ডেশন ইউকে’র সহ-সভাপতি আব্দুল করিম, জামাল আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, নাসির উদ্দিন খান, এম ইলিয়াস আলী মুরাদ আহমদ, আনোয়ার খান, কামাল হোসেন, মোঃ সিরাজ খান, মুরাদ আহমদ ।
দোয়া মাহফিলে শামিম আহমদ সহ সকল করোনায় আক্রান্ত ব্যক্তিদের আশু রোগমুক্তি কামনা এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বাংলাদেশ সহ বিশ্বের সকল জায়গার করোনা আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, সমাজকর্মী মাওলানা আব্দুল কুদ্দুছ।
পরিশেষে সভাপতি আজিজ চৌধুরী স্বল্প সময়ের নোটিশে উপস্থিত হওয়ার জন্য সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ।