যুক্তরাজ্য থেকে সিলেটে আসা যাত্রীদের ৪ দিন থাকতে হবে হোটেলে কোয়ারেন্টিন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২১, ১০:৫০:১২ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: ১৫ জানুয়ারী যুক্তরাজ্য থেকে সিলেটে আসা যাত্রীদের ৪ দিন হোটেলে প্রাতিষ্টানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
বুধবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগ থেকে জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়,বিশেষ সতর্কতা হিসেব যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হচ্ছে। এ অবস্থায় যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য ১৫ জানুয়ারির পর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরিবর্তিত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
– যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে কমপক্ষে ৪ দিনের জন্য বাধ্যথামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটেলের যাবতীয় খরচ যাত্রী বহন করবেন কোনও যাত্রী হোটেলে যেতে না চাইলে সরকারি ব্যবস্থাপনার কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে।
– ৪দিন পর যাত্রীদের পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভ আসলে ১৪দিন কোয়ারেন্টিন সম্পন্ন করার জন্য হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।
– কোভিড১৯ পরীক্ষায় করোনা পজিটিভ হলে সেই যাত্রীকে কোয়ারেন্টিন থেকে সরকার নির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। হাসপাতালের চিকিৎসার যাবতীয় খরচ যাত্রীকে বহন করতে হবে।