কবি বাসিতের মামলা নিয়ে এডভোকেট গোলাম সুবহান চৌধুরী’র সাথে ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সদাজাগ্রত আমরা’ সংগঠনের মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২১, ৩:৪৭:৪৫ অপরাহ্ন
লন্ডন প্রতিনিধি: কবি বাসিতের মামলা নিয়ে এডভোকেট গোলাম সুবহান চৌধুরী’র সাথে ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সদাজাগ্রত আমরা’ সংগঠনের মতবিনিময় গত ৭ই ডিসেম্বর সিলেট নগরীর আম্বরখানার হুরায়রা ম্যানশনের সামনের ড্রেনে পড়ে পেটে রড ঢুকে নিহত কবি ও শিক্ষক মোহাম্মদ আব্দুল বাসিতের অবহেলাজনিত মৃত্যুর প্রতিকার, আইনগত ব্যবস্থা গ্রহণ ও পরিবারকে ক্ষতিপুরন চেয়ে হাইকোর্টে রীটকারী আইনজীবীদের অন্যতম এডভোকেট গোলাম সুবহান চৌধুরীর সাথে যুক্তরাজ্য ভিত্তিক ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সদাজাগ্রত আমরা’ সংগঠনের উদ্যোগে এক ভার্চুয়াল মতবিনিময় সভা ১২ই জানুয়ারি, সোমবার অনুষ্ঠিত হয় ।
সভার শুরুতে হাইকোর্টের রুল জারির মাধ্যমে মামলার ক্ষেত্রে প্রাথমিক বিজয় এবং সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত হওয়ায় গোলাম সুবহান চৌধুরীকে অভিনন্দন জানানো হয়। তারপর গোলাম সুবহান চৌধুরী মামলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং এ ব্যাপারে একজন সচেতন নাগরিক হিসেবে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গিকার করেন। তিনি সমাজের সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।
সাবেক ছাত্রনতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও তওহীদ ফিতরাত হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কবি ফকির ইলিয়াস, কবি মুজিবুল হক মনি, সাবেক ছাত্রনেতা সৈয়দ হাসান, আব্দুল হালিম চৌধুরী, মতিউর রহমান মতিন, মকসুদ রহমান, শোয়েব আদমজী, মোহাম্মদ শওকত, মোহাম্মদ শাহজাহান, মুহিব চৌধুরী ও সুজাত মনসুর।
বক্তারা সবাই গোলাম সুবহান চৌধুরীকে নিশ্চয়তা দিয়ে বলেন, কবি মোহাম্মদ আব্দুল বাসিতের মামলাসহ ভবিষ্যতে নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য সকল ধরনের সহযোগিতা করা হবে।