করোনায় ইংল্যান্ডে রবিবার প্রাণ হারিয়েছেন ৫৬৩ জন,আক্রান্ত ৫৪৯৫০
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২১, ১:৩১:৫৫ অপরাহ্ন
অনুপম রিপোর্ট:
যুক্তরাজ্যে আজ রবিবার গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের কারণে আরো ৫৬৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ৫৪৯৫০ জন। গত রবিবার প্রাণ হারিয়েছিলেন ৪৫৫ জন।
এই শীতে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ইংল্যান্ডে করোনভাইরাস শুরুর পর থেকে গত শুক্রবার সর্বোচ্চ সংখ্যক ১৩২৫ জন মানুষ প্রান হারিয়েছেন।
গতকাল শনিবার আক্রান্তের সংখ্যা ছিলো ৫৯,৯৩৭ জন, শুক্রবার ছিলো ৬৮,০৫৩ জন। এই পর্যন্ত ইংল্যান্ডে মোট আক্রান্ত হয়েছেন ৩০,৭২,৩৪৯ জন।
গতকাল শনিবার প্রাণ হারিয়েছেন ১০৩৫জন, এবং শুক্রবার ১১৬২ জন।
ইংল্যান্ডে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা এখন দাঁড়িয়েছে সংখ্যা ৮১ হাজার ৪৩১ জন।