শ্রীহট্ট প্রকাশ-এর ৩য় বই প্রদর্শনী শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২১, ৭:৫৭:২৮ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: সিলেটে ৭ জানুয়ারী থেকে শুরু হয়েছে শ্রীহট্ট প্রকাশ-এর ৩য় বই প্রদর্শনী। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। শ্রীহট্ট প্রকাশ-এর স্থায়ী কার্যালয় মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট (০১৭১১১৫৪৬৮২) ঠিকানায় প্রদর্শনী চলবে দুপুর ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। পাঠকরা ৩০-৫০% ছাড়ে শিশুতোষ, ইতিহাস, সংস্কৃতি, কবিতা, সামাজিক সমস্যা, রাজনীতি, ধর্ম, প্রবন্ধসহ প্রভৃতি বই ক্রয় করতে পারবেন। করোনাকারীন সময়ে সকল স্থাস্থ্যবিধি মেনে আয়োজনটি করা হয়েছে।
গ্রামীণ পরিবেশে বই প্রদর্শনীর আয়োজন করা হয়েছেন।
শিশু-কিশোরদের বিনোদনের জন্য অতিরিক্ত এ আয়োজন। বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার মনে করিয়ে দিচ্ছে শ্রীহট্ট প্রকাশ-এর ৩য় বই প্রদর্শনী।