ইংল্যান্ডে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে : ২৪ ঘন্টায় মৃত্যু ১,১৬২, আক্রান্ত ৫২,৬১৮
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২১, ২:৩৬:০১ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: করোনাভাইরাস সমগ্র ইংল্যান্ডে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপর প্রভাব ফেলছে, এবং মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রতিদিন ক্রমাগত বাড়ছে।
মহামারী করোনাভাইরাসে ইংল্যান্ডে আজ বৃহস্পতিবার ৭ জানুয়ারী গত ২৪ ঘন্টায় ১হাজার ১৬২জন মানুষ প্রাণ হারিয়েছেন । ইংল্যান্ডে আগের ২৮ দিনের মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
গত ২৪ ঘন্টায় ইংল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৬১৮ জন।
ইংল্যান্ডে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা এখন দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫০৮ জন।
গতকাল বুধবার যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ছিলো ১ হাজার ৪১ এবং আক্রান্ত ৫২হাজার ৬১৮ জন।
মঙ্গলবার করোনভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮৩০ জন, আক্রান্তের সংখ্যা ছিলো ৬০হাজার ৯১৬ জন।