বৃহস্পতিবার ইংল্যান্ড থেকে সিলেটে আসা ২৮ যাত্রী হোটেল কোয়ারেন্টিনে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২১, ৫:৪৩:০২ অপরাহ্ন
অনুপম অনলাইন রিপোর্ট:
বুধবার ইংল্যান্ডের হিত্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমান ৭ জানুয়ারি বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে অবতরণ করার পর ২৮ যাত্রীকে সিলেটে বিভিন্ন হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নেওয়া হয়েছে।
ইংল্যান্ডে করোনা ভাইরাস ব্যাপক আকার ধারন করায় বাংলাদেশে যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সতর্কতা হিসেবে সরকারী নির্দেশনা অনুযায়ী ইংল্যান্ড থেকে সিলেটে আসা সকল যাত্রীদের বাধ্যতামূলক হোটেলে কোয়ারেন্টিনের জন্য নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৭ জনুয়ারী বৃহস্পতিবার বিমানের বিজি ২০২ ফ্লাইটে ২৮ জন যাত্রী সিলেটে নেমেছেন। তাদের বিআরটিসি বাসে করে নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
ইংল্যান্ড থেকে যারা সিলেটে আসবেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে জন্য শহরের আটটি হোটেল রাখা হয়েছে। এরমধ্যে হোটেল রোজভিউ, স্টার প্যাসিফিক, হলি গেট, হোটেল নুরজাহান গ্র্যান্ড, লা-রোজ, ব্রিটানিয়া, অনুরাগ ও হোটেল হলিসাইড ।
হোটেলের খরচ যাত্রীরা বহন করতে হবে।
গত সোমবার ৪ জানুয়ারি ইংল্যান্ড থেকে সিলেটে আসা এক শিশুসহ ৪২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়।