ছোট গল্প: খুলে দাও ডোর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২১, ২:৪৮:৪৪ অপরাহ্ন
নিলার সাথে সম্পর্কটা অলমোষ্ট ব্রেকআপের দিকেই চলে যাচ্ছিলো,যদিও সে চায়না কিংবা আমার মোটেও ইচ্ছে নেই এতটা গড়িয়ে যাক।গত কদিন ধরে যোগাযোগ #বিচ্ছিন্ন করে দেয় কিন্তু পাগলের মত হন্যে হয়ে খুঁজে ফিরে বিভিন্ন জায়গায় সেটা বুঝতে বাকি নেই,আমিও অভিমান করে বসে রই কখন যে ভাঙ্গাতে আসে।হ্যাঁ সত্যি ভাঙ্গাতে এসেছে তবে এক বস্তা অভিযোগ নিয়ে,শুনলাম সবই,তেমন শক্ত উত্তর দিতে গেলাম না বা নেই।জানি ফিরে আসবে কোন এক সময়ে মাথা ঠান্ডা হলে,আমাকে পছন্দ করে,প্রচন্ড ভালোবাসে।#নিলাকে কোন সময়েই হারতে দিবো না,অনেক পেয়েছি তারকাছ থেকে।কখন যে হৃদয়ে স্হান করে নিয়েছে নিজেই জানিনা তবে উপস্হিতি টের পাই,আমার কল্পনার জগতটা পুরোই ওর দখলে চলে গেছে নিঃসন্দেহে বলতে পারি।
#নিলাকে নিয়ে আমার অনেক লিখা পাঠকরা হয়তো হয়রান হয়ে যাচ্ছেন পড়ে,সবেমাত্র শুরু করলাম আরো অনেক বাকি আছে বলে শেষ হবেনা।#নিলা আমার স্বপ্ন #নিলা দীর্ঘ পথ অতিক্রমের এক সাহসী নারী,ওর জন্য বেঁচে থাকতে চাই #অনন্তকাল।
#নিলার সাথে আমার জীবনের গল্পটা নিয়ে #বইপ্রকাশের ইচ্ছে আছে।নিলাকে রেশমী চুড়ি কিনে দেব,আইসক্রিম খাবো আর কতনা করবো।ও তার ভালোবাসার গল্প বলতে লজ্জাবোধ করে তবে মনের গহীনে বসতি গড়েছি সেটা বুঝে,হৃদয়ের এককোণে পরম যত্নে রেখেছে।কফি দেয়,ভাত খাওয়ায় সবই করে।মাঝেমধ্যে আমাকে নিয়ে শপিংএ যায়,উঁচু পাহাড়ে অথবা সাগরের পাড়ে কিছুটা সময় ব্যয় করে,কল্পনাতে সবই করে তবে বলেনা।
ঈদের সময় লাল শাড়ি কিনেই আমার জন্য লাল রংয়ের শার্ট কিনতে ভুলেনি,ও ভালোবেসেই যাচ্ছে বিনিময়ে কিছু চাচ্ছেনা তবে সেও যে আমার ভালোবাসার কাঙ্গাল জানি।আবার আমার অতিরিক্ত আদরে মাঝেমধ্যে ক্ষ্যাপে যায় যেমন তার গোপনীয় কাপড়ের কথা জিজ্ঞেস করলে তবে ইচ্ছে হয় বলতে লাল নীল সবুজ রংয়ে ওঁকে বেশ মানায়।
#নিলা বেশ কিছুকাল ধরেই বড় অসহায়,বিনিদ্র রাত কাটা শুরু হলো,ছটফট করেই চলে যায় আবার ঘুম থেকে উঠেই নিজেকে খুব সুখী হিসেবে সমাজে দাঁড় করতে আপ্রাণ চেষ্টা চালায়।চিত্রাভিনেত্রীর মত সাঁজগোজ করে শহর বন্দর চষে বেড়ায়,কাউকে মুখ ফুটে কিছু বলতে কেমন জানি কষ্টবোধ করে।জীবনের অনেক অব্যক্ত কথাগুলো বললে হয়তো কিছুটা হাল্কা হতে পারতো কিন্তু অন্তরে গেঁথেই তিলেতিলে ক্ষয় হয়ে যাচ্ছে,নিজের উপর অত্যাচার অবিচার চালিয়ে যাচ্ছে।
অসুস্হ হলে কেমন জানি অস্হির হয়ে যায় #নিলা আমাকে সুস্হ করার জন্য আপ্রাণ চেষ্টা চলে,কোনভাবেই যেন ফোন ব্যবহার করিনা সেদিকে কড়া নজরদারি।মানুষটা আমাকে অনেক ভালোবাসে,প্রতিদান কতটুকু দেই বা দিতে পারি জানিনা তবে আমিও ভালোবাসি নিশ্চয় বুঝতে পারে।ছোট্ট জিনিষেই সে তৃপ্ত,প্রতিরাতে ঘুমানোর আগে কেমন জানি কাঙ্গালের মত বসে থাকে আমার” #Goodnight #sweetheart. #Haveasweet #dream “ শুনার জন্য,সেইসাথে অনেক #আদর।
রাতে আমাকে নিয়ে কতকিছু করে কে জানে,পরে একটা সময় ক্লান্ত শরীর কখন ঝিমিয়ে পড়ে,দূঃস্বপ্নে জেগে উঠে খুঁজে ফিরে মোরে।আহ্ রে ..!
আমাদের জীবনে না বলা অনেক গল্প রয়ে যায় নিষ্ঠুর এই মনের অন্ধকোঠোরে,ধুয়ে মুছে পরিষ্কার করে নিজেকে সতেজ করা যায়না।প্রতিনিয়ত দহন করে ছাই করে ফেলছে,কষ্টের মূহুর্ত দীর্ঘতর হতে থাকে তবুও জীবন চলছে দূর্বার গতিতে।জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া গল্পটা শুনার ভালো বিশ্বস্ত মানুষ মেলেনা,যে তাকে শক্তহাতে ধরে বাকিটা পথ পাড়ি দেবে,দূঃখটা মুছে সুখের সাগরে ভেসে চলবে।
কেন আমরা এই সামান্য দিনের জীবনে এতটা কষ্ট নিয়ে নিজেকে অসহায়ের কাতারে নিয়ে যাবো.! তুমি সুখেরও সন্ধানে যাও যদি সুখ নাহি পাও,খুঁজে নেও সেই মানুষটাকে যে তোমাকে ভালোবাসে পাগলের মত,যার বুকে মাথা রেখেই কেটে যাবে নির্ঘুম রাত,চৈতালী হাওয়ায় গান শুনাবে “ভালোবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখো।”
দক্ষিনা বাতাসে পর্দার নৃত্যের সাথে মিটমিট ভলিয়মে পছন্দের গান বাজাবে,সূর্যের লুকোচুরির সাথে বিকেলটাকে স্মরণীয় করে দেবে,দিনের কিছুটা সময় জড়ায়ে ধরে সব বেদনাকে দূর করে রঙ্গিন স্বপ্ন বুনতে সাহায্য করবে।
#নিলা এক #সুন্দরনারী,বিশাল হৃদয়ের অধিকারী,মিষ্টি চোঁখের দিকে তাকালে যে কেউ প্রেমে পড়ে যাবে,আমি নিজেকে ধন্য মনে করি,জীবন যৌবনের বাকিটা নিঃশর্তে বিলিয়ে দিতে চাই।হৃদয় বাগানের রাজরাণী করে আগলে রেখে প্রতিটা দিবস ও রজনী সুখ পেতে চাই,ষোল ফিট রুমের অন্ধকারে যতটা সুখ আছে সবই উৎসর্গ করে ভোরের আলোর অপেক্ষায় থাকতে চাই।সকালে ভেঁজা চুলে টাওয়াল পেঁচিয়ে মৃদু হাসিতে কফি হাতে দেখলে আমারো দিনটা যাবে অনেক ভালো।
এই ব্যস্ততম শহরে ভালোবাসা হারিয়ে যাচ্ছে,নাহ্ এখানে কোন অবস্হাতেই মনের মাধুরী মিশিয়ে প্রাণ খুলে ভালোবাসা যাবেনা,কোন এক নিরব পল্লী বেঁচে নিতে হবে যেখানে ভোরের জানান দিবে পাখির কলরবে,রাত হবে ঝিঝি পোঁকার শব্দে।এই আধুনিক শহরের দালানকোঠা আর পছন্দ হচ্ছেনা,বৃষ্টির শব্দ পাইনা,বৃষ্টির প্রচন্ড শব্দে ও বিজলিতে আমাকে জড়িয়ে ধরে বুকে থাকবে সেটাই চাই।মিস করি আমাকে নিয়ে রান্না ঘরে যাওয়া,বলবে প্লীজ চলো আমি ভয় পাচ্ছি।ঝলমলে বাতিগুলোও কেমন বাঁধা হয়ে দাড়িয়েছে ভালোবাসার মাঝখানে,অসহ্য লাগে অসহ্য।
ভালোবাসিব তোমারে
আমারই মত করে
ক্ষণিকের জন্য জেগে উঠুক প্রাণ।
তুমি কি খুঁজে ফেরো মোরে
ক্ষণিকের জন্য আসো
বলিতেও পারো না মোরে
সহিতেও না।
আমি আসিবো সেই মধুক্ষণে
তুমি থাকোগো তোমার স্হানে।
তুমিও মানী অভিমানী সেতো জানি
আর কত দেবো গো মধুর বাণী
তুমিতো আবার ক্ষ্যাপে যেতে পারো
এইবার বলি লক্ষিসোণা সব ছাড়ো।
#নিলা#তুমি#আমার#নয়নমণি।
লেখক পরিচিতি: বাবুল রহমান, কলাম লেখক