ব্রেক্সিট কখনো ভালো খবর ছিল না!
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২১, ৮:৪৬:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ব্রেক্সিটের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক পেশাজীবী। কিছু পেশার প্রভাবটা দেখা যাবে সরাসরি। উদ্যোক্তা গ্রেগ ম্যাকডোনাল্ড বলেন, ব্রিটিশ অর্থনীতির জন্য ব্রেক্সিট কখনো ভালো খবর ছিল না, এএফপি।
ব্রিটেনবাসী ইইউ ত্যাগের পক্ষে গণভোটে রায় দেন ২০১৬ সালের ২৩ জুন। নানা আনুষ্ঠানিকতা শেষে কার্যকরভাবে ব্রিটেন ইইউ ত্যাগ করে ১ জানুয়ারি ২০২০। তারপর এক বছরের ক্রান্তিকাল শেষ হয় ৩১ ডিসেম্বর।
এতে বিচ্ছেদের পর উভয়পক্ষের মধ্যে বাণিজ্যিক ও অন্যান্য সম্পর্ক কেমন হবে, তা নির্ধারণে দর কষাকষি করে শেষ পর্যন্ত উভয়পক্ষ একটি চুক্তিতে পৌঁছেছে। ব্রেক্সিটের মধ্য দিয়ে ব্রিটেন ইইউর একক বাজার ও কাস্টম ইউনিয়ন থেকে বের হয়ে গেছে।
ব্রেক্সিট মানে লজিস্টিক্যাল বিশৃঙ্খলা- লরি চালক ভেলিনভ : অভিজ্ঞ লরি চালক ৭৪ বছর বয়সী দিমিতার লেলিনভ বলেন, আমার কাছে ব্রেক্সিটের অর্থ হচ্ছে লজিস্টিক্যাল বিশৃঙ্খলা। এটি আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াবে। ইউরোস্পিড নামে একটি কোম্পানির কাজ করেন ভেলিনভ।
ভেলিনভ বলেন, ‘আমি ইউরোপীয় ইউনিয়নজুড়ে পণ্য পরিবহন করি। আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো ধরনের বাধা ছাড়া নিজের কাজটি করতে পারা। কোনো সীমান্তে এক-দুই দিন বসে থাকতে চাই না আমি।’
৯০ ভাগ জেলে ব্রেক্সিট চায় -স্যাম ক্রোয়ে : উত্তর লন্ডনের স্কারবোরো এলাকার জেলে স্যাম ক্রোয়ে বলেন, ‘আমরা বিচ্ছেদ চাই। ৯০ শতাংশ জেলে ব্রেক্সিট চান। আমি এখনো মনে করি, আমরা যা করি ও যা চাই সে তুলনায় এখনো আমাদের অন্ধকারে ফেলে রাখা হয়েছে।
গুডফিশ অটোমোটিভ, মেডিক্যাল ও ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির প্লাস্টিক বিভিন্ন পার্টস উৎপাদন করে। গ্রেগের মতে, ব্রিটিশ অর্থনীতির জন্য ব্রেক্সিট কখনো ভালো কোনো খবর ছিল না। ব্রেক্সিটের কারণে তাদের প্রায় পাঁচ লাখ পাউন্ড লস হয়েছে। ১১০ জন কর্মীর মধ্যে ২০ জনের চাকরি গেছে।