গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসনব্যবস্থা চলছে : মির্জা ফখরুল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২১, ৮:২৬:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি, আমার এখানে গণতন্ত্র আছে, আমার অধিকার আছে, আমার কথা বলার অধিকার আছে- এ কথা আমরা বলতে পারছি না। এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে! লক্ষ করে দেখবেন আমাদের এখানে সবই আছে- সরকার আছে, বলা হয় গণতন্ত্র আছে, সংসদ আছে, ব্যুরোক্রেসি আছে, কিন্তু মানুষের অধিকার নেই! দেশে গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসনব্যবস্থা চলছে।
জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মরণে অনুষ্ঠিত এক স্মরণসভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ৯ ডিসেম্বর মারা যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।
সরকারের বিরুদ্ধে নিপীড়ন- নির্যাতনের অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া বন্দী জীবনযাপন করছেন। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে এখানে মামলা, পাঁচ শতাধিক মানুষ গুম হয়ে গেছে। হাজারের ওপরে মানুষ খুন হয়েছে। সাংবাদিক যাঁরা সত্য কথা লেখেন, তাঁদের মধ্যে ১৫৭ জনের বিরুদ্ধে গত বছর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাহলে কোথায় গণতন্ত্র?
স্মরণসভার আয়োজক সংগঠন ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ’- এর সভাপতি কবি আবদুল হাই শিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, নায়াব ইউসুফ- প্রমুখ।