কোয়ারেন্টাইনের জন্য সিলেটে হোটেল প্রস্তুত: যুক্তরাজ্য থেকে যারা সিলেটে যাবেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২১, ৩:০৫:৫৯ অপরাহ্ন
অনুপম রিপোর্টঃ সরকারি নির্দেশনা অনুযায়ী যুক্তরাজ্য থেকে যারা সিলেটে যাবেন তাদেরকে বাধ্যতামূলক হোটেলে নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী পহেলা জানুয়ারি শুক্রবার থেকে যুক্তরাজ্য থেকে আসা প্রবাসী যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক হয়েছে। সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেছেন, যুক্তরাজ্য থেকে সিলেট আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানের জন্য নগরীর হোটেল স্টার স্পেসিফিক ও হোটেল হলি গেট চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া আরও ছয়টি হোটেল আজকালের মধ্যে চূড়ান্ত করা হবে। সব মিলিয়ে ৬০০ জনকে কোয়ারেন্টাইনে রাখার মতো ব্যবস্থা করা হবে। হোটেলে কোয়ারেন্টাইনে থাকার খরচ যাত্রীরা বহন করবেন।
লন্ডন থেকে প্রতি সপ্তাহের রোববার ও বুধবার সরাসরি বিমানের দুটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। ৪ জানুয়ারি সোমবার থেকে যেসব যাত্রী লন্ডন থেকে ওসমানী বিমানবন্দরে যাবেন, তাদের নির্ধারিত হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।