ইংল্যান্ড থেকে দেশে আসা ১৩ যাত্রী সরকারি কোয়ারেন্টিনে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২১, ১:৪৮:৩৮ অপরাহ্ন
অনুপম রিপোর্টঃ ইংল্যান্ড থেকে দেশে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা শুরু করেছে সরকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান বলেছেন, ১লা জানুয়ারী শুক্রবার ইংল্যান্ড থেকে ১৩ জন এসেছেন। তাদের স্বাস্থ্য বিভাগ এবং সেনাবাহিনীর সাহায্যে সরকারি কোয়ারেন্টিন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
গত ২৮ ডিসেম্বর মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে ইংল্যান্ড থেকে আসা বিমান যাত্রীদের ঢাকার দিয়াবাড়ি এবং আশকোনা হজ ক্যাম্পে সরকারিভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা শুরু হয়েছে।
যাত্রীগণ ক্যাম্পে থাকতে না চাইলে তাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে। তবে যাত্রীদের নিজস্ব খরচে হোটেলে থাকতে হবে।