সিলেটের ফেঞ্চুগঞ্জে ৪র্থ কেপিএল ক্রিকেট টুর্নামেন্টে-২০২১ উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২১, ৮:১১:২১ অপরাহ্ন
ইকবাল আহমেদ লিমন : সিলেটের ফেঞ্চুগঞ্জে ৪র্থ কেপিএল ক্রিকেট টুর্নামেন্টে-২০২১ এর উদ্বোধন হয়েছে। আজ শুক্রবার (১ জানুয়ারী ) বিকাল ২.৩০টায় ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা’র ঐতিহ্যবাহী পশ্চিম কটালপুর ভি.টি মাঠে সোনালী বাংলা ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ৯ দলের অংশগ্রহনে- ৪র্থ কটাল পুর ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক।
ছমির মিয়ার সভাপতিত্বে ও ইকবাল আহমেদ লিমনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উত্তর কুশিয়ারা ইউপির প্যানেল চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী হেলাল, ও ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল বাসিত, যুক্তরাষ্ট্র প্রবাসী রাজু আহমদ, ফ্রান্স প্রবাসী আরিফ শেখ, ইউপি ছাত্রলীগ সভাপতি সেকুল ইসলাম শান্ত।
স্বাগত বক্তব্য রাখেন- তরুন উদ্যোক্তা মোঃ হোসাইন আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাকির হোসেন রেখন, মফিজ উদ্দিন, নুরুল ইসলাম, সেলিম মিয়, রাসেল আহমদ, কামিল আহমদ, মইজ উদ্দিন- প্রমুখ।
উদ্বোধনী খেলায় ১ম বারের চ্যাম্পিয়ন সোনালী বাংলা ক্রিকেট ক্লাবকে ৩৯ রানে পরাজিত করে লায়ন্স ক্রিকেট ক্লাব ইলাশপুর।
এ বছর কটালপুর প্রিমিয়ার লীগে অংশগ্রহন কারী দলসমুহ :
সোনালী বাংলা ক্রিকেট ক্লাব এ, সোনালী বাংলা ক্রিকেট ক্লাব বি, খিলপাড়া ক্রিকেট একাডেমি, ফকির পাড়া ক্রিকেট একাডেমি, ইউপি স্পোর্টিং ক্লাব, কেপি স্পোর্টিং ক্লাব, সবুজ বাংলা ক্রিকেট ক্লাব, লায়ন্স ক্রিকেট ক্লাব ইলাশপুর, শাপলা কুড়ি ডন্ডি পাড়া।