দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষিত সমাজের প্রয়োজন : আব্দুল আউয়াল কয়েস
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২১, ৪:০২:০৯ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস বলেন- করােনাভাইরাসের কারণে এ বছর শিক্ষার্থীরা স্কুলে যেতে পারেনি, তবু সরকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে বছরের শুরু থেকেই তাদের লেখাপড়ায় মনােনিবেশ করতে নতুন বই বিতরণ করছে। শিক্ষার কোন বিকল্প নেই , দেশ ও জাতীকে এগিয়ে নিতে হলে শিক্ষিত সমাজের প্রয়ােজন তাই সরকার শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে।
সারাদেশের মতো নতুন বছরের প্রথম দিনে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথাগুলো বলেন সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস
তিনি আরো বলেন- বর্তমানে করোনা সংকটের মধ্যেও শিক্ষার্থীদের বছরের প্রথম দিন নতুন বই উপহার দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী সহ সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।
স্কুল কমিটির সভাপতি মহিবুল ইসলাম ছতু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রঞ্জিত চক্রবর্তী, ম্যানেজিং কমিটির সদস্য সাবেরুল ইসলাম লালু, প্রাক্তন শিক্ষক ফরিদুল ইসলাম, অভিভাবক আব্দুল মুকিত শিপলু- প্রমুখ।