নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের মামলায় ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র…
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২০, ১০:১২:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্র্রতিনিধি : নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের মামলায় মসজিদ কমিটির সভাপতিসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
প্রায় তিন মাস তদন্ত শেষে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিসানুল হক।
গত ৪ঠা সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ চলাকালে পশ্চিম তল্লার ওই মসজিদে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন ৩৭ জন। আর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান ৩৪ জন।
বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে পাঁচটি তদন্ত কমিটি গঠন করেছিল- ফায়ার সার্ভিস, জেলাপ্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশন।