সিলেটের ফেঞ্চুগঞ্জে ৪র্থ কে পি এল আগামীকাল থেকে শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২০, ১:২৪:০৫ অপরাহ্ন
সংবাদদাতা : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা উত্তর কুশিয়ারা ইউপি’র জনপ্রিয় ক্রিকেট আসর (৪র্থ কে পি এল) কটালপুর প্রিমিয়ার লীগের পর্দা নামছে আগামীকাল শুক্রবার।
উত্তর কুশিয়ারা ইউপির ৯ টি ক্রিকেট দল নিয়ে ৪র্থ কে পি এল লীগের যাত্রা শুরু হবে ১ জানুয়ারি ২০২১।
এবার কটালপুর প্রিমিয়ার লীগে অংশগ্রহণ করছে : সোনালী বাংলা ক্রিকেট ক্লাব ১, সোনালী বাংলা ক্রিকেট ক্লাব ২, ফকির পাড়া ক্রিকেট ক্লাব, উত্তর পাড়া ক্রিকেট একাডেমি, শাপলা কুড়ি ক্রিকেট ক্লাব, সবুজ বাংলা দিনপুর, কেপি স্পোর্টিং ক্লাব, খিলপাড়া ক্রিকেট একাডেমি, লায়ন্স ক্লাব ইলাশপুর।
আগামীকাল শুক্রবার বেলা ২.০০ ঘটিকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে বহুল প্রত্যাশিত ৪র্থ কে পিএল লীগ।