জাহাঙ্গীর খানের কবিতা: তুমি মোর জন্মভূমি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২০, ৭:৫৮:০১ অপরাহ্ন
তুমি মোর জন্মভূমি
দুটি পাতা একটি কুঁড়ির দেশ-তুমি মোর জন্মভূমি।
তোমার উন্নয়ন নিয়ে চলছে-কত যে লুকোচুরি,
রাজ্যের উচ্চ মহলে-চলছে তোহে নিয়ে তামশা গিরি।
জালাল বাবার উচ্চধ্বনিতে শ্রীহট্ট থেকে সিলহট,
সিলহটের রাজ প্রসাদ ভেঙ্গে তুমি হয়েছ আজ সিলেট।
চলছি আজ ধরণীতে-তোমাতে পরিচয় দিয়ে,
তোমার গৌরবে আজ গর্বিত হয়ে-চির মম উন্নত শির।
তোমার উন্নমিত-কেন পিছিয়ে আছে এতদিন ধরে,
আমরা কি বুঝিনা-রাজদরবারের ষড়যন্তে কারণে।
তোমার সোনার ছেলেরা-গোমরা হয়ে রহেছে প্রসাদে,
তোমা হতে পরিচয় হচ্ছে-তাদের বিশ্বের কাছে।
বহি বিশ্বের অর্থনীতির যখন মান্দা ভাব আসে,
তোমার দামাল ছেলেদের-পেরোনো বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনীতিকে চাঙ্গা করে রাখে।
এতদিনের দাবি-সিলেটের আন্তর্জাতিক এয়ারপোর্টের,
সাথে রয়েছে ঢাকা-সিলেটের-ছয় লাইনের রাস্তা নিয়ে।
আমরা কি পারিনা-নিজেদের অর্থায়নে তা করিতে,
প্রয়োজন হলে ভিক্ষার ঝুলি নিয়ে নামবো মাঠে,
সবকিছু উজাড় করে নিজেদের উন্নয়ন ঘটাতে।
পদ্মা সেতুর নির্মাণে দক্ষিণ-পশ্চিম বঙ্গের ভাগ্য জুটেছে আজ,
তাই তারি খুশিতে আজ-সারা বঙ্গ উন্মাদ।
উত্তর বঙ্গে যমুনার উপর দিয়ে বঙ্গবন্ধু সেতু,
ভোলা আর বরিশালের মিলন ঘটছে –
তেঁতুলিয়া নদের ১০ কিলোমিটার ফ্লাইওভার দিয়ে।
দক্ষিণাঞ্চলের উন্নয়নের ছোঁয়া লাগছে তাদের ছায়ায়,
তোমার ভাগ্য কখন যে জুটিবে সৃষ্টিকর্তাই জানে।
গদির কথা চিন্তা না করে উন্নতি করো জন্মস্থানের
স্মরণীয় হয়ে থাকিবে তুমি ইতিহাসের পাতায় ।
পদ-পদবী থাকবে ক্ষণস্থায়ী হয়ে রাজদরবারে,
উন্নয়নের কার্যকারিতা থাকবে চির মূল্যায়ন।
আজ যে কত নেতা আছেন মসনদের শীর্ষস্থানে,
উন্নয়নের ছোঁয়া একটু ও লাগছেনা যে তোমার গায়ে। গদির চিন্তা না করে নিজের দাবী আদায় করো আগে,
জনগণের কাছে মহাপুরুষ হয়ে থাকবে চিরকাল।
প্রাকৃতিক সৌন্দর্য্য ভরা তোমার মাধুর্য,
পাহাড় জঙ্গল সবুজে ঘেরা চা এর গালিচায়।
তুমি রয়েছো সুরমা ,কুশিয়ারা আর সোনাই নদী তীরে,
কত নদ-নদী,খাল-বিল বহিছে জল তোমার ছাতি দিয়ে।
জলে-জলে বরা হাকালুকি আর টাঙ্গুয়ার হাওর,
পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলনে-
জাফলং আর মাধবকুণ্ডের জলপ্রপাত ।
পঞ্চ খন্ডের জলঢুপি আনারস আর কমলা-লেবু,
সমগ্র ভূখণ্ডে রয়েছে তারই অঙ্কিত পরিচয়।
বহুদিনের আকাঙ্ক্ষিত সেভেন সিস্টার জুটি,
থাকবে মোদের আগামী প্রচেষ্টার কর্মসূচির উচ্চ ধ্বনি।
লেখক পরিচিতি: জাহাঙ্গীর খান
কবি, সমাজকর্মী